বান্দরবানে জোরপূর্বক টোল আদায়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, প্রতিবাদে মানববন্ধন
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজার ফান্ডের ইজারাদার কর্তৃক টোল-ট্যাক্স আদায়ের নামে রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন মালামাল পরিবহনকারী যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ ওঠেছে বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীর বিরুদ্ধে।
এ নিয়ে সোমবার (৭ জুলাই) দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন বাঘমারা এলাকার বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা স্থানীয়রা বিগত ২৫-৩০ ধরে মালামাল বান্দরবানে আনতে কোনো ধরনের টুল-ট্যাক্স দিতে হয় নাই। কিন্তু টোল-ট্যাক্সের এর নামে বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও তার সঙ্গীরা জোরপূর্বক ট্যাক্স আদায়ের নামে প্রতিটি গাড়ি থেকে চাঁদা আদায় করছেন।
বক্তারা আরও বলেন, যদি জেলা পরিষদ থেকে বাজার ইজারা দেওয়া হয় তাহলে বাজারে বিক্রি করা মালামাল থেকে ট্যাক্স নেবে, কিন্তু তা না করে বাজার দিয়ে মালামাল বহনকারী গাড়ি থেকে (যা বাজারে বিক্রি বা নামানো হয় না) এমনকি ছোট পরিবহণ থেকেও বেপরোয়া ও অতিরিক্ত হারে টোল আদায়ের নামে দলীয় লোকজন নিয়ে চাঁদাবাজির মতো জোরপূর্বক টোল-ট্যাক্স আদায় করছেন- যা সম্পূর্ণভাবে অনৈতিক, আইনবিরোধী ও খুবই দুঃখজনক। এ ধরনের চাঁদাবাজি বন্ধ না হলে এলাকার সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় জনগণ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তাই দ্রুত এ ধরনের চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসনের কাছে আহ্বান জানান বক্তারা।
পরে মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই-এর কাছে স্মারকলিপি দেন।
এ মানববন্ধনে বাঘমারা এলাকার ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দাসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
