টাঙ্গাইলে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, ১৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক বিশেষ মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ১৫০০ অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয় টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, এ সেবামূলক কার্যক্রমে অংশ নেন ১০ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক, যাদের মাধ্যমে সাধারণ রোগ থেকে শুরু করে চক্ষু, শিশু, গাইনী ও সাধারণ মেডিসিন সংক্রান্ত চিকিৎসা প্রদান করা হয়। চোখের সমস্যায় ভোগা ১৫০ জন রোগীকে বিনামূল্যে চশমাও সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারী আসমা বেগম, দেলোয়ার হোসেন ও রোকেয়া সুলতানাসহ অনেকেই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা গরিব মানুষ, শহরে গিয়ে চিকিৎসা নেওয়া কষ্টকর। বাড়ির কাছে সেনাবাহিনী এই আয়োজন করায় আমরা উপকার পেয়েছি। চাই মাঝেমধ্যে এমন ক্যাম্প হোক।”
মেডিক্যাল ক্যাম্পটি পরিদর্শন করেন ৯৮ কম্পোজিট ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান। এ সময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, তারা সব সময় দেশের জনগণের পাশে থেকে মানবিক ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর এই ধরণের মেডিক্যাল ক্যাম্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে এবং এটি সামরিক বাহিনীর মানবিক ভূমিকাকে আরও দৃঢ় করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
