রাজবাড়ীতে সেনাবাহিনীর নেতৃত্বে পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ীতে সেনাবাহিনীর নেতৃত্বে পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ীতে সেনাবাহিনীর নেতৃত্বে পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজবাড়ী জেলায় পৃথক দুটি অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটি যৌথ টিম।

গতকাল রাত আনুমানিক ২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার সুবর্ণখোলা ও কসবামাজাইল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মোঃ বাবলু নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অপরদিকে, আজ বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় অপর একটি অভিযানে মোঃ হাকিম নামে আরেকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার হয় একটি বিদেশি রিভলভার, ২ রাউন্ড গুলি, ১ বোতল অবৈধ বিদেশি মদ, ১টি খালি কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্র। হাকিম এলাকায় একজন চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ী অঞ্চলে সেনা অভিযানের গতি ও পরিধি বাড়ানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed