আরাকান আর্মির কমান্ডার মেজর জেনারেল তুন মায়াত নিয়াং'র স্ত্রী-পুত্র থাইল্যান্ডে আটক - Southeast Asia Journal

আরাকান আর্মির কমান্ডার মেজর জেনারেল তুন মায়াত নিয়াং’র স্ত্রী-পুত্র থাইল্যান্ডে আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বায়ত্ত্বশাসনের জন্য লড়াই করে আসা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল তুন মায়াত নিয়াং’র স্ত্রী এবং সন্তানদের আটক করেছে থাইল্যান্ড কর্তৃপক্ষ। গত ৬ ডিসেম্বর থাইল্যান্ডের পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে মায়ে সাই জেলায় অভিবাসন কার্যালয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে বলে জানান কর্মকর্তারা। ওই এলাকাটি থাইল্যান্ডের উত্তরাঞ্চলে থাই-মিয়ানমার সীমান্তের একটি প্রধান বর্ডার ক্রসিং।

সূত্রমতে, আরাকান আর্মির কমান্ডার মেজর জেনারেল তুন মায়াত নিয়াং এর স্ত্রী হিনান জার ফায়ু (৩৮) এবং তাদের মেয়ে স পায়ে সুন (১১) এবং ছেলে মায়াত লিন জান (১১ মাস) কে ৫ ডিসেম্বর বুধবার থাইল্যান্ডের উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই থেকে গ্রেপ্তার করা হয়। ওই শহরটি দীর্ঘদিন ধরেই মিয়ানমার থেকে আসা ভিন্নমতাবলম্বীদের আখড়া। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ রেয়েছে বলে জানা গেছে।