টেকনাফে ডাকাতের আস্তানায় বিজিবির অভিযান, দেশি-বিদেশি অস্ত্র জব্দ

টেকনাফে ডাকাতের আস্তানায় বিজিবির অভিযান, দেশি-বিদেশি অস্ত্র জব্দ

টেকনাফে ডাকাতের আস্তানায় বিজিবির অভিযান, দেশি-বিদেশি অস্ত্র জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী গহিন পাহাড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে ডাকাতের আস্তানা থেকে উদ্ধার করা হয়- ১টি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড পিস্তলের গুলি, ১টি একনলা বন্দুক, ৮ রাউন্ড বন্দুকের গুলি, ১টি এলজি গান, ১টি ওয়ান শুটার, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, ১টি কিরিচ ও ২টি রাম দা।

উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘কক্সবাজারে অপরাধ দমনে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করেছে বিজিবি। তারই ধারাবাহিকতায় টেকনাফের রঙ্গীখালী গহিন পাহাড়ি আস্তানায় ডাকাত দল অবস্থান করছে নিশ্চিত হয়। এরপরই বিজিবির বিশেষ টহল দল গহিন পাহাড়ে চিরুনি অভিযান শুরু করে।

এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের আস্তানা থেকে পালিয়ে যায় জানিয়ে তিনি আরও বলেন, বিজিবি ডাকাত দলের আস্তানা ঘেরাও করে তল্লাশি চালায়। এতে লুকায়িত অবস্থায় আস্তানা থেকে দেশি-বিদেশি ৪টি অস্ত্র, ৪৩ রাউন্ড গুলি ও ১টি কিরিচ ও ২টি রাম দা উদ্ধার করে।

লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘মাদক চোরাকারবারি, ডাকাত, অপহরণকারীরা রঙ্গীখালী গহিন পাহাড়ে বনের ভিতর আস্তানা গেড়ে লুকিয়ে থাকে। এদের ধরতে বিজিবির এ ধরনের সাহসিকতার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।