মিটফোর্ডে পর দারুসসালামে নৃশংস হত্যাচেষ্টা রুখে দিলো সেনাবাহিনী, আটক ১

মিটফোর্ডে পর দারুসসালামে নৃশংস হত্যাচেষ্টা রুখে দিলো সেনাবাহিনী, আটক ১

মিটফোর্ডে পর দারুসসালামে নৃশংস হত্যাচেষ্টা রুখে দিলো সেনাবাহিনী, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে দেশজুড়ে যখন জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা, ঠিক তখনই আরেকটি নৃশংস হামলার ঘটনা ঘটতে যাচ্ছিল রাজধানীর দারুসসালাম এলাকায়। তবে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের তাৎক্ষণিক তৎপরতায় সম্ভাব্য ওই হত্যাকাণ্ড রুখে দেওয়া সম্ভব হয়েছে।

দারুসসালাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল টোলারবাগ এলাকার পানির ট্যাংকের সামনে মূল সড়কে তিনজন দুষ্কৃতিকারীকে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করতে দেখে। তাৎক্ষণিকভাবে টহল দল হস্তক্ষেপ করলে দুষ্কৃতিকারীদের মধ্যে একজন মো. আশিক (২২) আটক হলেও বাকি দুজন পালিয়ে যায়।

হামলার শিকার ব্যক্তি মো. আকতার হোসেন (৩৫) মারাত্মকভাবে আহত হন। তাঁর নাক, কান ও মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর টহল দলের সময়মতো উপস্থিতি ও সাহসিক হস্তক্ষেপের কারণে প্রাণঘাতী একটি হামলা থেকে আকতার হোসেন রক্ষা পান। তারা আশঙ্কা প্রকাশ করেন, সেনাবাহিনী উপস্থিত না থাকলে ঘটনাটি মিটফোর্ডের মতো হত্যাকাণ্ডে রূপ নিতে পারত।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ঘটনায় আটক মো. আশিককে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য দারুসসালাম থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর তৎপরতা জননিরাপত্তায় নতুন আস্থা সঞ্চার করছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।