আশুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১, মার্কিন রিভলবার ও গুলি উদ্ধার

আশুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১, মার্কিন রিভলবার ও গুলি উদ্ধার

আশুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১, মার্কিন রিভলবার ও গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচরটোলা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে আসাদ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মার্কিন রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযানে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অংশ নেয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য স্থানীয় সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, অপরাধ দমনে বেসামরিক প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে চলেছে সেনাবাহিনী, যা দেশের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।