মিয়ানমারের আরাকান আর্মির হাতে ফের ২১ বাংলাদেশি জেলে অপহরণ

মিয়ানমারের আরাকান আর্মির হাতে ফের ২১ বাংলাদেশি জেলে অপহরণ

মিয়ানমারের আরাকান আর্মির হাতে ফের ২১ বাংলাদেশি জেলে অপহরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে মেরুল্ল্যা এলাকায় নাফ নদী সংলগ্ন জলসীমা থেকে তিনটি ট্রলারসহ ২১ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। স্থানীয় ট্রলার মালিক ও বাসিন্দারা এই অভিযোগ করেছেন।

বুধবার বিকেলে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটে ফেরার পথে এই অপহরণের ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যাওয়ার সময় কেউ প্রতিরোধ গড়ার সুযোগ পাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ বলেন, “আমাদের ঘাট থেকে মাছ ধরতে যাওয়া তিনটি ট্রলারসহ ২১ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে। এটি উদ্বেগজনক। সরকারের হস্তক্ষেপ জরুরি।” তিনি জানান, বোটগুলো বর্তমানে মিয়ানমারের মেরুল্ল্যা খালে আরাকান আর্মির হেফাজতে নোঙর করা অবস্থায় রয়েছে।

অপহৃত ট্রলারগুলোর মাঝি আয়ুব, আবদুল হামিদ ও নুরু মিয়ার পরিবারের সদস্যরা জানান, “ফেরার সময় হঠাৎ করেই অস্ত্রধারী লোকজন এসে ট্রলারে হামলা করে ও সবাইকে তুলে নিয়ে যায়।” তারা দাবি করেন, “অপহরণের ঘটনায় জেলেপল্লিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

জেলেদের দাবি, এ ধরনের ঘটনা নতুন নয়। গত ১৪ জুনও একই ঘাট থেকে সাগরে যাওয়া দুটি ট্রলারসহ ১৫ মাঝিমাল্লাকে অপহরণ করে আরাকান আর্মি। তারপর থেকে জেলেরা মাছ ধরায় বিরত থাকলেও নিষেধাজ্ঞা শেষে আবার যখন সাগরে নামলেন, তখনই ফের অপহরণের শিকার হলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত আট মাসে নাফ নদী সংলগ্ন জলসীমা থেকে প্রায় ২৩০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় এদের মধ্যে ২০০ জনকে ফেরত আনা গেলেও ঘটনার পুনরাবৃত্তি থামছে না।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “বিষয়টি আমরা শুনেছি। কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, মিয়ানমারের চলমান সংঘাতের প্রভাব এখন বাংলাদেশের জলসীমায় ভয়াবহভাবে অনুভূত হচ্ছে। সীমান্তের নিরাপত্তা জোরদার না হলে ভবিষ্যতে এ ধরনের হামলার মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।