ত্রিপুরায় আসাম রাইফেলস ও কাস্টমসের অভিযানে ১৪ কোটি টাকার ইয়াবা জব্দ

ত্রিপুরায় আসাম রাইফেলস ও কাস্টমসের অভিযানে ১৪ কোটি টাকার ইয়াবা জব্দ

ত্রিপুরায় আসাম রাইফেলস ও কাস্টমসের অভিযানে ১৪ কোটি টাকার ইয়াবা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তুচন্দ্রাই বাজার এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি জব্দ করেছে আসাম রাইফেলস ও কাস্টমস বিভাগ। আন্তর্জাতিক বাজারে জব্দকৃত এই ইয়াবার মূল্য প্রায় ১৪ কোটি রুপি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি অ্যাশোক লেল্যান্ড ট্রাক (নিবন্ধন নম্বর TR-01-AR-1754) থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকটির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় মোট ১ লক্ষ ৪০ হাজার ইয়াবা বড়ি।

অভিযানের সময় ট্রাকচালককে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য ত্রিপুরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কাস্টমস বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আসাম রাইফেলস জানিয়েছে, মামলাটি যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চালানো হবে।

কর্মকর্তারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় চলমান মাদক চোরাচালানবিরোধী প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য সাফল্য। আসাম রাইফেলস জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর রাজ্য দীর্ঘদিন ধরেই মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই অঞ্চলের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে বাংলাদেশসহ আশপাশের দেশে মাদক পাচারের চেষ্টা করে আন্তর্জাতিক চক্রগুলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।