পানছড়িতে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের জন্য আনা ওয়াকিটকি সেটসহ ত্রিপুরা যুবক আটক

পানছড়িতে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের জন্য আনা ওয়াকিটকি সেটসহ ত্রিপুরা যুবক আটক

পানছড়িতে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের জন্য আনা ওয়াকিটকি সেটসহ ত্রিপুরা যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার প্রধান সড়ক থেকে ১০টি সিগন্যাল ওয়াকিটকি সেটসহ সন্দেহভাজন এক উপজাতি যুবককে করেছে বাংলাদেশ সেনাবাহিনীর পানছড়ি সাব জোন। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজি থেকে ওয়াকিটকি সেট তাকে আটক করা হয়।

আটকৃত ব্যক্তির নাম চন্দন ত্রিপুরা (৪০)। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার প্যারাছড়া গ্রামের বাসিন্দা এবং একজন ঠিকাদার হিসেবে পরিচিত। চন্দন ত্রিপুরা খাগড়াছড়ি থ-১১০০০৫ নম্বর সিএনজিতে করে ওয়াকিটকি সেটসহ একটি কার্টুন বহন করছিলেন। সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে আটক হওয়ার পর তাকে পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও সেনা সূত্রে জানা গেছে, চন্দনের বহনকৃত কার্টুনে ১০টি সিগন্যাল ওয়াকিটকি সেটসহ বিভিন্ন ইলেকট্রনিক উপকরণ ছিল, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চন্দন ত্রিপুরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, ‘স্বপ্ন কম্পিউটার, খাগড়াছড়ি’ নামক একটি প্রতিষ্ঠানের ০১৭২৮১৪৫৭৬৪ নম্বর থেকে তাকে ফোন করে এ জে আর কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টুন সংগ্রহ করে পুজগং মধুমঙ্গলপাড়া সিএনজি ওয়ার্কশপে পৌঁছে দিতে বলা হয়। তিনি দাবি করেন, এর ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না।

তদন্তসংশ্লিষ্টরা জানান, ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের “INFO TOUCH TECHNOLOGY” নামক দোকান থেকে কার্টুনে থাকা ওয়াকিটকি ও সরঞ্জামাদি কেনা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি ক্রেতার পরিচয় জানাতে পারেনি। একইভাবে, কুরিয়ার কর্তৃপক্ষও চালানের উপকরণ সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, “ধারণা করা হচ্ছে, এসব উপকরণ স্থানীয় কোন উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পৌঁছে দেওয়ার জন্য আনা হচ্ছিল। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। চন্দন ত্রিপুরাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে যোগাযোগ রক্ষার জন্য ওয়াকিটকি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার একটি পুরনো কৌশল, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য দীর্ঘদিন ধরেই উদ্বেগের বিষয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।