ফের খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার!
 
                 
নিউজ ডেস্ক
গত ১৪ ডিসেম্বর শনিবার খাগড়াছড়ি সদর উপজেলাধীন পেরাছড়া এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক সশস্ত্র সংগঠন প্রসীত পন্থি ইউপিডিএফের সক্রিয় সদস্য মিতু চাকমা (৩৫) এবং পলিময় ত্রিপুরা (৩৪) নামের দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আমেরিকার তৈরী দুইটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিন রাউন্ড গুলি ও অন্যান্য দ্রব্য সামগ্রীসহ আটকের ২৪ ঘন্টার মধ্যেই ফের অভিযান চালিয়ে খাগড়াছড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।
সূত্র মতে, শনিবার আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে ১৫ ডিসেম্বর রবিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পল্টনজয়পাড়া এলাকায় খাগড়াছড়ি সেনা জোন পুনরায় একটি বিশেষ অভিযান চালিয়ে ১টি ভারতীয় রাজপুত ম্যাগনাম শটগান এবং ৩০ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করেন।
নিরাপত্তাবাহিনী জানিয়েছেন, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদের মধ্যে মিতু চাকমা গত বছরের ৪ঠা মে রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচ হত্যাকান্ডের অন্যতম আসামী।
