সিলেটে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’

সিলেটে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’

সিলেটে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (USARPAC) যৌথ উদ্যোগে আয়োজিত ছয়দিনব্যাপী সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার।

এই অনুশীলনটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের মধ্যে যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। মহড়ায় যুক্তরাষ্ট্রের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ জন সদস্য অংশ নিচ্ছেন।

সিলেটে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’

মহড়ার লক্ষ্য হচ্ছে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা জোরদার, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও কৌশলগত যৌথ প্রস্তুতি উন্নয়ন। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক হুমকি মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ, এবং যুক্তরাষ্ট্রসহ অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার।

প্রসঙ্গত, এই অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নত হবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।