মাইলস্টোন ট্রাজেডি: বার্ন ইনস্টিটিউটে বিমান বাহিনীর জরুরি সহায়তা কেন্দ্র স্থাপন
![]()
নিউজ ডেস্ক
মাইলস্টোন স্কুল ট্রাজেডিতে দগ্ধ ও আহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কর্মচারীদের চিকিৎসাসেবা ও সহায়তা নিশ্চিত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রুম নম্বর ৮১১-এ স্থাপিত এ সহায়তা কেন্দ্রটি ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং চিকিৎসাধীন ব্যক্তিদের সার্বিক সহায়তা প্রদান করবে। যে কেউ জরুরি প্রয়োজনে ০১৭৬৯-৯৯৩৫৫৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে, বিমান বাহিনীর সদস্যরা ইতোমধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের রক্তদান করেছেন। একইসঙ্গে ঢাকা সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি রোগীদের চিকিৎসা তদারকিতে বিমান বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে সহায়তা করছেন। এ হাসপাতালের জরুরি যোগাযোগ নম্বর ০১৮১৫-৯১২৬১৭।
বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব এবং এই মানবিক সহায়তা ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।