মিয়ানমারে সংঘর্ষ, নাইক্ষ্যংছড়ি সীমান্তে আতঙ্ক: গুলির খোসা পড়ল বাংলাদেশে

মিয়ানমারে সংঘর্ষ, নাইক্ষ্যংছড়ি সীমান্তে আতঙ্ক: গুলির খোসা পড়ল বাংলাদেশে

মিয়ানমারে সংঘর্ষ, নাইক্ষ্যংছড়ি সীমান্তে আতঙ্ক: গুলির খোসা পড়ল বাংলাদেশে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) মধ্যে ফের তীব্র সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষের গোলাগুলির শব্দ এবং একটি গুলির খোসা বাংলাদেশ সীমান্তে এসে পড়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে একটি ফাঁকা স্থানে গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়। এতে কেউ হতাহত না হলেও চাকঢালা, ঘুমধুম ও দৌছড়ি ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে—বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

চাকঢালা এলাকার স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, “সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্তের ওপার থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। গুলির তীব্র আওয়াজে সবাই ঘরবন্দি হয়ে পড়ে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।”

প্রশাসনিক সূত্রে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা (ARSA) ও আরএসও (RSO)-র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। গোলাগুলির কিছু শব্দ ও একাধিক বিস্ফোরণের কম্পন বাংলাদেশের ভেতরেও অনুভূত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “সংঘর্ষের বিষয়টি আমরা জেনেছি। সীমান্ত ঘেঁষা এলাকায় একটি গুলির খোসা পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিজিবি ও উপজেলা প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমারের রাখাইন রাজ্যে অভ্যন্তরীণ সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। এর প্রভাব বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও স্পষ্ট হয়ে উঠছে। সীমান্তে নিরাপত্তা জোরদারে ইতিমধ্যেই বিজিবির টহল বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।