খাগড়াছড়িতে স্কুল হোস্টেল দখল করে সশস্ত্র অবস্থানের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয়ের মহিলা হোস্টেল দখল করে সশস্ত্র অবস্থান নিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল জেএসএস এর একটি গ্রুপ—এমন অভিযোগে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ১১টার দিকে জেএসএস (সন্তু) সন্ত্রাসী কমান্ডার ডেবিট চাকমা ওরফে গরমবাবু এবং কমান্ডার পাভেল চাকমার নেতৃত্বে ১৫–২০ জনের একটি সশস্ত্র দল হোস্টেলটিতে প্রবেশ করে। তারা প্রথমে ভীতি প্রদর্শনের মাধ্যমে ছাত্রছাত্রীদের জোরপূর্বক হোস্টেল থেকে বের করে দেয় এবং এরপর সেখানে তাদের ক্যাম্প স্থাপন করে।
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে সশস্ত্র অবস্থান এবং ছাত্রছাত্রীদের জোরপূর্বক উচ্ছেদ—এটি শুধু শিক্ষা পরিবেশকেই ব্যাহত করছে না, বরং একটি অশুভ রাজনৈতিক ও সন্ত্রাসী প্রবণতারও ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তার এবং শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এর আগেও বিভিন্ন সরকারি স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান গ্রহণের অভিযোগ উঠেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানকে টার্গেট করে এভাবে হোস্টেল দখল করে সশস্ত্র অবস্থান নেওয়া নতুন করে পার্বত্য অঞ্চলের শান্তি ও সহাবস্থানের চিত্রকে প্রশ্নবিদ্ধ করছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।