খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় প্রসীত বিকাশ খীসার ইউপিডিএফ ও সন্তু লারমার জেএসএস এর মধ্যে গোলাগুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম খুকু চাকমা (৩২)। তিনি ইউপিডিএফ সমর্থিত সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন।

রোববার (২৭ জুলাই) বিকেলে পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খুকু চাকমা খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টান পাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।

গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিকেল ৩টার দিকে খুকু চাকমা উগুদোছড়ি গ্রামে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে হঠাৎ করে পিকলু চাকমার নেতৃত্বে জনসংহতি সমিতি (সন্তু লারমা গ্রুপ) এর প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় খুকু চাকমার পায়ে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা তাকে জীবিত অবস্থায় কাছে নিয়ে গিয়ে বন্দুক ঠেকিয়ে মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে।

গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‌‘এই নির্মম হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) সরাসরি দায়ী। এটি রাজনৈতিক প্রতিপক্ষ দমন এবং পার্বত্য অঞ্চলে ভয়ের পরিবেশ সৃষ্টির একটি পরিকল্পিত অংশ।’

প্রেস বিজ্ঞপত্তিতে তিনি আরও বলেন, ‘বারবার আমাদের কর্মীদের হত্যার শিকার হতে হচ্ছে। প্রশাসনের নীরবতা এ ধরনের হত্যাকাণ্ডে প্রশ্রয় দিচ্ছে। আমরা চাই অবিলম্বে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘এ ঘটনার খবর এখনো পাইনি। তবে সকাল থেকে গোলাগুলির খবর শুনেছি। মাত্র শুনেছি নিহতের বিষয়টি।’

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ (প্রসিত) এবং জেএসএস (সন্তু) এর মধ্যে বহুদিন ধরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক মতপার্থক্য নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে আবারও এই দুই দলের মধ্যে উত্তেজনা বাড়ছে বলে স্থানীয়দের অভিমত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।