টেকনাফে রোহিঙ্গাসহ চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড - Southeast Asia Journal

টেকনাফে রোহিঙ্গাসহ চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গাসহ চার মাদকসেবীকে আটকের পর তাদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শফিক, চৌধুরীপাড়ার নবী হোসেন, হোয়াইক্যং ইউপির চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আনোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ সার্কেল পরিদর্শক তরুণ কুমার রায়, উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন প্রমুখ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ আলমের বাড়ি থেকে মাদক সেবনের সময় চারজনকে আটক করা হয়। এ সময় ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটককৃত তিনজনকে ছয়মাস এবং একজনকে চারমাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের শনিবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে ।