টেকনাফে ‘বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত’ নিহত, অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল করিম নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত করিম হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘ডি’ ব্লকের আব্দুস সালামের ছেলে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে স্থল বন্দর সংলগ্ন নাফনদের তীরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি শর্টগান, তিনটি গুলি, ২টি গুলির খোসা ও ১০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
র্যাব ১৫’র টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, স্থল বন্দর সংলগ্ন পাহাড়ের আস্তানায় সশস্ত্র ডাকাতদল সংঘঠিত হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদলের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালালে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহত করিম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাত ও অপহরণের চারটি মামলা ছিল।