খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনার বিরুদ্ধে মন্ত্রণালয়ের তদন্ত শুরু
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ইতোমধ্যে তাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সার্কিট হাউসে মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করে। কমিটির নেতৃত্বে ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে জেলা পরিষদের নির্বাচিত সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে পৃথক বৈঠক করেন তদন্ত কর্মকর্তারা।
তবে আলোচিত এ তদন্তে উপস্থিত ছিলেন না চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেয়ারম্যান জিরুনার বিরুদ্ধে পরিষদের নির্বাচিত সদস্যদের অবমূল্যায়ন, খারাপ ব্যবহার এবং আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে, যা বর্তমানে যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে পরিষদের যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান জিরুনাকে অস্থায়ীভাবে দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, জিরুনা ত্রিপুরাকে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় মন্ত্রণালয়ই। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম, দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠতে থাকে, যার পরিণতি এই তদন্ত কার্যক্রম।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, তদন্তের ফলাফল নির্ভর করছে জিরুনার ভবিষ্যৎ নিয়তির ওপর। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।