বিমান দুর্ঘটনায় উদ্ধার অভিযানে সেনাসদস্যদের সাহসিকতার স্বীকৃতি, সেনাপ্রধানের সম্মাননা প্রদান

বিমান দুর্ঘটনায় উদ্ধার অভিযানে সেনাসদস্যদের সাহসিকতার স্বীকৃতি, সেনাপ্রধানের সম্মাননা প্রদান

বিমান দুর্ঘটনায় উদ্ধার অভিযানে সেনাসদস্যদের সাহসিকতার স্বীকৃতি, সেনাপ্রধানের সম্মাননা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক সদস্যকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সেনা সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্ঘটনাস্থলে সরাসরি উদ্ধারকাজে অংশগ্রহণকারী সেনাসদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের উদ্ধার ও সহায়তায় সেনাসদস্যরা যেভাবে সাহস, পেশাদারিত্ব ও মানবিকতা প্রদর্শন করেছেন, তা সেনাবাহিনীর চিরায়ত মূল্যবোধ ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেন সেনাপ্রধান।

বিমান দুর্ঘটনায় উদ্ধার অভিযানে সেনাসদস্যদের সাহসিকতার স্বীকৃতি, সেনাপ্রধানের সম্মাননা প্রদান

তিনি বলেন, “দুর্যোগের মুহূর্তে সেনাবাহিনী শুধু একটি সশস্ত্র বাহিনী হিসেবে নয়, বরং জাতির অন্যতম ভরসাস্থল হিসেবে দায়িত্ব পালন করেছে। উদ্ধার কাজে অংশ নেওয়া সদস্যদের কর্মনিষ্ঠা ও ত্যাগ ভবিষ্যতের সকল সেনাসদস্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানে সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ইউনিটের কমান্ডার ও বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে একই ধরনের পেশাদার আচরণের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক ওই দুর্ঘটনায় সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে বহু প্রাণ রক্ষা পায় এবং দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়, যা দেশজুড়ে প্রশংসিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।