ক্যাপস্টোন ২০২৫/০২ কোর্সের প্রতিনিধিদলের সেনাসদর পরিদর্শন

ক্যাপস্টোন ২০২৫/০২ কোর্সের প্রতিনিধিদলের সেনাসদর পরিদর্শন

ক্যাপস্টোন ২০২৫/০২ কোর্সের প্রতিনিধিদলের সেনাসদর পরিদর্শন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে গতকাল ৩০ জুলাই অনুষ্ঠিত হলো ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত মর্যাদাসম্পন্ন ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশগ্রহণকারীদের একটি বিশেষ পরিদর্শন কর্মসূচি।

এনডিসি’র কমান্ড্যান্টের নেতৃত্বে আগত প্রতিনিধিদলে সামরিক ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনের ৪৫ জন জ্যেষ্ঠ পেশাজীবী অংশগ্রহণ করেন।

ক্যাপস্টোন ২০২৫/০২ কোর্সের প্রতিনিধিদলের সেনাসদর পরিদর্শন

উক্ত প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, সিভিল সার্ভিস, বিচার বিভাগ, শিক্ষা, গণমাধ্যম, কূটনীতি, আইন, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্প এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ নানা খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও নীতিনির্ধারকেরা ছিলেন। এই বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ জাতীয় কৌশলগত চিন্তা, আন্তঃখাতীয় বোঝাপড়া এবং সামরিক–অসামরিক সমন্বয়কে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

সেনাসদরে আগত অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “ক্যাপস্টোন কোর্সের এই জ্যেষ্ঠ অংশগ্রহণকারীরা শুধু নিজেদের খাতেই নয়, বরং জাতীয় উন্নয়ন ও নিরাপত্তা কাঠামোয় একেকজন গুরুত্বপূর্ণ অংশীদার।” তিনি তাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

ক্যাপস্টোন ২০২৫/০২ কোর্সের প্রতিনিধিদলের সেনাসদর পরিদর্শন

অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক অপারেশনস্‌ পরিদপ্তরের পরিচালক একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনায় বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক প্রসঙ্গ উঠে আসে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল আন্তঃখাতীয় অংশীদারিত্ব ও সমন্বয়ের এক অনন্য দৃষ্টান্ত, যা ভবিষ্যতের জাতীয় কৌশল প্রণয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।