ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ এর সফল সমাপ্তি
![]()
নিউজ ডেস্ক
মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৫/২’ আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

১৩ জুলাই থেকে শুরু হওয়া এই কোর্সে সামরিক-বেসামরিক খাতের ৪৫ জন জ্যেষ্ঠ পেশাজীবী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, কূটনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি খাতের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল বিশ্বপরিস্থিতিতে কৌশলগত নেতৃত্ব অপরিহার্য। তিনি বলেন, “ভূ-রাজনৈতিক বাস্তবতা, জলবায়ু পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নেতৃত্ব ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা এখন সময়ের দাবি।” ক্যাপস্টোন কোর্সের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টিকে পেশাগত ও জাতীয় জীবনে প্রয়োগের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বলেন, “এই কোর্স কৌশলগত চিন্তা ও জাতীয় স্বার্থে সমন্বিত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বৃদ্ধি করে।” তিনি জানান, ফেলোগণের সক্রিয় অংশগ্রহণ ও চিন্তাশীলতা জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
ক্যাপস্টোন কোর্স এনডিসি পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি, যার লক্ষ্য জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত ভাবনা বিষয়ে শীর্ষ নেতৃত্বের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আন্তঃসংস্থার সহযোগিতা জোরদার করা।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, সরকার ও বেসরকারি খাতের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির ফ্যাকাল্টি সদস্য এবং জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।