সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: আট দিনে ২৮৮ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার
 
                 
নিউজ ডেস্ক
দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গত আট দিনে পরিচালিত যৌথ অভিযানে মোট ২৮৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাই মালামাল উদ্ধার করা হয়।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর পদাতিক ডিভিশন এবং স্বতন্ত্র ব্রিগেডের আওতাধীন ইউনিটসমূহ এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেয় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ আগ্নেয়াস্ত্রধারী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তাদের কাছ থেকে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৫৬ রাউন্ড গুলি, ২টি ককটেল, ৩টি ম্যাগাজিন, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এছাড়া, শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ এবং ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখছে বলে জানানো হয়।
আইএসপিআর আরও জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
