অবশেষে ফিফার অনুমোদন, রেফারি হলেন রাঙ্গামাটির মেয়ে জয়া চাকমা - Southeast Asia Journal

অবশেষে ফিফার অনুমোদন, রেফারি হলেন রাঙ্গামাটির মেয়ে জয়া চাকমা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হয়েছেন জয়া চাকমা। চলতি বছররের আগস্টে বাংলাদেশের ফুটবলকে সুখবর এনে দেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নির্দেশনা অনুযায়ী পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) রেফারি হওয়ার যোগ্যতা প্রমাণ করেন জয়া চাকমা। অপেক্ষা ছিল অনুমোদনের। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা থেকে সেটিও পেয়ে গেলেন এবার।

রাঙ্গামাটিতে জন্ম নেয়া জয়া পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ জাতীয় দল থেকে ২০১০ সালে অবসর নেন। খেলা বাদ দিলেও মাঠকে বিদায় জানাননি পাহাড়ি কন্যা খ্যাত জয়া। দীর্ঘদিন ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল ম্যাচে রেফারিং করে আসছেন। এর আগে ভারতের সুব্রত কাপে, নেপাল-ভুটান এমনকি এশিয়ার বাইরে ইউরোপে গিয়েও দায়িত্ব পালন করেছেন তিনি।

লেভেল ৩, ২ ও ১ কোর্স শেষ করে জাতীয় পর্যায়ের রেফারি হয়েছেন আগেই। পরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা রেফারি হওয়ার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। ফিফা থেকে স্বীকৃতি মেলায় বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হলেন তিনি। বর্তমানে বিকেএসপির নারী ফুটবলের কোচ হিসেবে কাজ করছেন জয়া।