ভূমি কমিশনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করতে হবে- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন করে কমিশনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করা এবং কমিশন আইন সংশোধন না করা পর্যন্ত কমিশনের যাবতীয় কার্যক্রম বন্ধ না রাখলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা-কর্মীরা।
২১ শনিবার ডিসেম্বর সকালে রাঙ্গামাটি শহরের বনরূপা চত্ত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন নিয়ে পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষ শঙ্কিত। এই আইনে পাহাড় থেকে কোন বাঙ্গালি প্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে আছে এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মানুষের সাথে আলোচনা না করে ভূমি কমিশন একপেশে কার্যক্রম চালাচ্ছে। এভাবে কমিশনের কার্যক্রম চলতে থাকলে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করবে।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ সোলায়মান, এডভোকেট পারভেজ তালুকদার, মোঃ শাহজাহান আলম, হাবিবুর রহমান, কাজী মোঃ জালোয়া, আবু বক্কর সিদ্দিক, মোঃ ইব্রাহীম ও মোরশেদা আক্তার প্রমূখ।
প্রসঙ্গত, আগামী ২৩ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের ১৮ বছর পর প্রথমবারের মতো শুনানী অনুষ্ঠিত হবার কথা রয়েছে।