পাকিস্তানে জঙ্গি হামলায় অন্তত ৯ সেনা নিহত

পাকিস্তানে জঙ্গি হামলায় অন্তত ৯ সেনা নিহত

পাকিস্তানে জঙ্গি হামলায় অন্তত ৯ সেনা নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সোমবার সশস্ত্র জঙ্গি হামলায় অন্তত ৯ সেনা নিহত ও ছয় সেনা আহত হয়েছেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

এ হামলার দিনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সাম্প্রতিক প্রাণঘাতী কয়েকটি হামলার দায় স্বীকারকারী বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

হামলাস্থল ওয়াশুক জেলার এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘ডজনখানেক সশস্ত্র জঙ্গি একটি থানা ও সীমান্ত বাহিনীর কম্পাউন্ডে হামলা চালায়।’

নাম প্রকাশ না করার শর্তে তিনি আরো বলেন, ‘সেনারা জঙ্গিদের মোকাবেলা করতে যাওয়ার পথে হামলার শিকার হন। জঙ্গিরা ৯ সেনাকে হত্যা করেছে।’

৯ জন নিহতের খবর নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক প্রদেশটির স্বরাষ্ট্র দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘মোটরসাইকেলে প্রায় ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী ছিল, যারা সরকারি ভবনগুলোতে হামলা ও লুটপাট করেছিল।’

দপ্তরের আরেক কর্মকর্তা এএফপিকে জানান, ওয়াশুক জেলার বাসিমা শহরে ফ্রন্টিয়ার কর্পসের প্রাঙ্গণে জঙ্গিরা হাতবোমা নিক্ষেপ করে।

অঞ্চলটিতে সবচেয়ে সক্রিয় গোষ্ঠী বিএলএ হলেও এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রেক্ষিতে বিএলএর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে বেলুচ বিচ্ছিন্নতাবাদী ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বিদ্রোহ দমনে পাকিস্তানি সেনারা গুম, বিচারবহির্ভূত হত্যাসহ কঠোর দমননীতি প্রয়োগ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।