মণিপুরে নিরাপত্তা বাহিনী অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার

মণিপুরে নিরাপত্তা বাহিনী অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মণিপুরের চুরাচন্দপুর থানা এলাকা সংলগ্ন ডাম্পি রিজ থেকে নিরাপত্তা বাহিনী একটি বড় অস্ত্র ও সরঞ্জাম সামগ্রী জব্দ করেছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি একক ব্যারেল রাইফেল, পাঁচটি দীর্ঘদূরত্বের মর্টার (পম্পি), সাতটি ইমপ্রোভাইজড বিস্ফোরক ডিভাইস (আইইডি), দুটি বুলেটপ্রুফ ভেস্ট, দুটি বাওফেং মোটোরোলা রেডিও চার্জারসহ এবং দুটি হেলমেট।

একই দিনে মণিপুর পুলিশ প্রোস্ক্রাইবড PREPAK (PRO) সংগঠনের সক্রিয় সদস্য এলাংবাম বিজেশ্বরী দেবী (২২)কে গ্রেপ্তার করেছে। তিনি হেইরাংগোইথং মাইবাম লাইকালি বকুল মাখং, ইমফাল ওয়েস্ট জেলার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এই সমন্বিত অভিযান মণিপুর রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখা, বিদ্রোহী কার্যক্রম কমানো এবং রাস্তা নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করছে।

প্রসঙ্গত, সরকার এবং নিরাপত্তা বাহিনী রাজ্যে শান্তি, নিরাপত্তা ও নিয়মশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অভিযান অব্যাহত রেখেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।