নাফ নদী সাঁতরে টেকনাফে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, অপেক্ষায় আরও হাজারো
![]()
নিউজ ডেস্ক
কোনোভাবেই থামানো যাচ্ছে না টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ। এবার মিয়ানমার থেকে পালিয়ে টেকনাফের জাদিমুড়া সংলগ্ন ২৭ নম্বর ক্যাম্পে অন্তত ৪০-৫০ জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে নারী, শিশু ও যুবক রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলের দিকে এসব রোহিঙ্গা নাফ নদী সাঁতরে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন।
রোহিঙ্গা অনুপ্রবেশের কিছু ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, নারী, শিশু ও যুবক হঠাৎ করে দৌড়ে সড়কে উঠে আসছেন। এ সময় তাদের শরীরে ভেজা কাপড়চোপড় দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি আমার জানা নেই। তবে, মিয়ানমার সীমান্তে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের আশায় অপেক্ষা করছে বলে তথ্য পাওয়া গেছে। সোমবার বিকেলের অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
এ বিষয়ে ক্যাম্প ২৬ ও ২৭-এর ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে শুনেছি। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি খোঁজ নিয়ে জানানো হবে।
জান্তা সরকার ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতের কারণে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছেন আরও প্রায় ৫০ হাজার রোহিঙ্গা। সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নেওয়া এসব মানুষ যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারে—এমন শঙ্কা প্রকাশ করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন ১২ লাখের বেশি রোহিঙ্গা। গত দেড় বছরে রাখাইনে সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সংঘাতে নতুন করে প্রায় ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।