বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদন্ড - Southeast Asia Journal

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদন্ড

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদন্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে পি জন সেলভারাজ নামের এক ভারতীয় পুলিশ কর্মকর্তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিয়াদ হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সেলভারাজ ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিচিসিটি জেলার ইদুপুর থানার টি ভেন্সি জন গ্রামের বাসিন্দা ও স্থানীয় পুলিশের উপ-পরিদর্শক (এসআই)।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২২ মার্চ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মাটিলা সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে আদালত প্রক্রিয়ায় ১৩ জুন তিনি জামিনে মুক্তি পান, তবে এরপর বাংলাদেশের ভেতরে পালিয়ে বেড়ান। গত ১৩ আগস্ট সন্ধ্যায় নেপা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় আবারও বিজিবি তাকে আটক করে। এরপর থেকে তিনি হাজতে ছিলেন।

বুধবার আদালতে দোষ স্বীকার করায় বিচারক তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেন।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের ঘটনা প্রায়ই ঘটে থাকে, তবে কোনো বিদেশি পুলিশ কর্মকর্তার এমন অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়া বিরল ঘটনা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।