মণিপুরে সেনা অভিযানে নিষিদ্ধ চার উগ্রবাদী সংগঠনের সক্রিয় বেশ কয়েকজন সদস্য গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ঘোষিত চারটি উগ্রবাদী সংগঠনের অন্তত ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে উপত্যকা ও থৌবাল অঞ্চলে চাঁদাবাজি ও অপরাধচক্রের বড় একটি নেটওয়ার্ক ভেঙে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, ১৯ আগস্ট মণিপুরে কেআইওয়াইকে’এল (KYKL) নামের সংগঠনের দুই সদস্যকে আটক করা হয়। তারা হলেন— জিতেন সানা আরকে ওরফে নানাাও (৪১), পাঞ্জেই লইরাম মাপাল এলাকার বাসিন্দা, যাকে ইম্ফল থানার অন্তর্গত মিনুথং এলাকা থেকে ধরা হয়; এবং জিমসন আহেইবাম (৩০), ইম্ফল পশ্চিমের আওয়াংখনৌ সাবাল লেইকাই এলাকার বাসিন্দা, যাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে দোকান, স্পা ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজিতে জড়িত ছিল বলে অভিযোগ।

একই দিন নিরাপত্তা বাহিনী কেসিপি (এমএফএল) গোষ্ঠীর এক সক্রিয় সদস্যকে আটক করে। তার নাম খইনাইজাম রবার্টসন সিং ওরফে খেলেমবা (২৪), ইম্ফল পূর্ব জেলার সাওম্বুং থোংখোং এলাকার বাসিন্দা। তাকে লামসাং থানার আওতাধীন টাওথং খুনু এলাকা থেকে ধরা হয়। রবার্টসনের বিরুদ্ধে চাঁদাবাজি, মুক্তিপণ আদায়, নারীর প্রতি সহিংসতা সম্পর্কিত অপরাধ এবং জবরদস্তি ঋণ আদায়ের মতো কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

পরদিন ২০ আগস্ট থৌবাল জেলায় আরেকটি সফল অভিযানে আরপিএফ/পিএলএ (RPF/PLA) সংগঠনের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।
তারা হলেন— অঙ্গম প্রেমজিত সিং ওরফে মানাওথোই (৩৩), নিংথৌজম উরিরেই দেবী (২৮) এবং লৌরেমবাম মাদোনা দেবী ওরফে মোলি (২৬)। এরা সরকারী স্কুল-কলেজ, ইটভাটা ও ক্রাশার মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছিল বলে জানা গেছে।

তাদের কাছ থেকে একটি মারুতি সুইফট গাড়ি, তিনটি মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড, টার্গেট করা বিদ্যালয়ের তালিকাভুক্ত একটি নোটবুক এবং নগদ চার হাজার রুপি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মণিপুরে উগ্রবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা নতুন করে বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করেছে। এই ধারাবাহিক অভিযানে চাঁদাবাজি নেটওয়ার্ক ভেঙে পড়ায় সাধারণ মানুষ স্বস্তি ফিরে পেয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।