আসামে উলফার ৩১ সদস্যকে খালাস, মুক্তি পেলেন শীর্ষ নেতারাও
![]()
নিউজ ডেস্ক
তিন দশক আগে দায়ের হওয়া এক মামলায় ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের (উলফা) ৩১ সদস্যকে খালাস দিয়েছে বিশেষ টাডা আদালত। সংগঠনটির প্রো-টকস শাখার একাধিক শীর্ষ নেতাও এ রায়ে মুক্তি পেয়েছেন।
১৯৯১ সালে স্পেশাল অপারেশন ইউনিটের দায়ের করা মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়েছিল উলফার ৪৩ সদস্যের বিরুদ্ধে। দীর্ঘ শুনানির পর বুধবার বিশেষ টাডা আদালতের বিচারক মানস বড়ুয়া রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন সংগঠনের প্রো-টকস শাখার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, সাশা চৌধুরী, রাজু বড়ুয়া, চিত্রবান হাজারিকা, অনুপ চেটিয়া, মুনিন নবিচ এবং সুনীল নাথসহ আরও অনেকে।
প্রসঙ্গত, উলফা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে বহু দশক ধরে। সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটির একটি অংশ সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যুক্ত হলেও অন্য অংশ সশস্ত্র কার্যক্রম অব্যাহত রেখেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।