সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধের সীদ্ধান্ত বাতিল - Southeast Asia Journal

সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধের সীদ্ধান্ত বাতিল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ২৯ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চারটি মোবাইল ফোন অপারেটরকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক চিঠি দিয়ে সীমান্তের ১ কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা বাতিল করা হয়েছে বলে জানা গেছে। গত ১লা জানুয়ারি বুধবার পূর্বের সিদ্ধান্ত বাতিল মর্মে বিটিআরসি থেকে এ বিষয়ে চিঠি পাওয়ার পর সীমান্ত এলাকায় পুনরায় নেটওয়ার্ক চালু করতে কাজ শুরু করেছে দেশের চারটি মোবাইল অপারেটর। এর আগে গত রোববার রাতে বিটিআরসির নির্দেশনা পেয়ে সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ করে দেয় অপারেটরগুলো।

গত ২-৩দিন সীমান্তের ১ কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক বন্ধ রাখায় তাদের প্রায় কোটি গ্রাহক ভোগান্তিতে পড়েছিল। নতুন নির্দেশনা আসার পর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, বিটিআরসির নির্দেশনা অনুসারে তারা ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকার বিটিএস সচল করার কাজ শুরু করেছি। যেহেতু এখানে অনেক বিটিএস জড়িত, সবগুলো একই সময়ে চালু করতে হয়ত একটু সময় লাগতে পারে।

তবে সীমান্তে নেটওয়ার্ক বন্ধের কারণ বা তা প্রত্যাহারের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা না দেয়া হলেও এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধে যে নির্দেশনা দেয়া হয়েছিল, বুধবার থেকে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

নেটওয়ার্ক বন্ধের কারণ জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার সাংবাদিকদের বলেছিলেন, নিরাপত্তার স্বার্থে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বিটিআরসি এ নির্দেশনা দিয়েছে।

You may have missed