বেইলী ব্রীজ ভেঙ্গে খাগড়াছড়ির সাথে ফেনীর সড়ক যোগাযোগ বন্ধ - Southeast Asia Journal

বেইলী ব্রীজ ভেঙ্গে খাগড়াছড়ির সাথে ফেনীর সড়ক যোগাযোগ বন্ধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার লক্ষিছড়া এলাকার খাগড়াছড়ি-ফেনী সড়কে অবস্থিত একটি বেইলী ব্রীজ ভেঙ্গে পার্বত্য জেলা খাগড়াছড়ির সাথে ফেনীর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জানা গেছে, গত ১লা জানুয়ারি বুধবার ভোরে বালু বোঝাই একটি ড্রাম ট্রাক ব্রীজের উপর উঠলে ভার সহ্য করতে না পেরে ব্রীজটি একদিকে হেলে গিয়ে ভেঙ্গে পড়ে। এতে করে ফেনী ও বারইয়ারহাট থেকে করেরহাট, ছাগলনাইয়া, রামগড়সহ খাগড়াছড়ি রুটে গাড়ি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে সড়কের দুপাশে নিজেদের মালামালসহ বিভিন্ন পন্য পায়ে হেটে বিকল্প রাস্তা যোগে সড়কটি পার হচ্ছেন অনেকেই।

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, লক্ষিছড়া ব্রীজ ভেঙ্গে ট্রাক দুর্ঘটনায় পতিত হওয়ার পর সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ সড়কে যাতায়াতকারীদের অবশ্যই বিকল্প সড়কে যাওয়ার প্রস্তুতি নিয়ে বের হবার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে, দ্রুতই ব্রীজটি মেরামত করা হবে বলে আশ্বস্ত করেছে সড়ক বিভাগ।