টেকনাফে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করলো বিজিবি

টেকনাফে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করলো বিজিবি

টেকনাফে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করলো বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে নাফনদীর জলসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফনদীর মোহনা সংলগ্ন খরের দ্বীপ এলাকায় এই অভিযান পরিচালনা করে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

এসময় বস্তা ও ব্যাগে সংরক্ষিত অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের মধ্যে জার্মানিতে তৈরি ২টি জি-৩ রাইফেল, মিয়ানমারে তৈরি ১টি এমএ-১ রাইফেল ও ১টি এলএম-১৬ রাইফেল উদ্ধার করা হয়।

একইসঙ্গে ঘটনাস্থলে এসব অস্ত্রে ব্যবহার উপযোগী ৮টি ম্যাগজিন ও ৫০৭ রাউন্ড গুলি পাওয়া যায়।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

টেকনাফে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করলো বিজিবি

বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানকালে বিজিবি সদস্যদের লক্ষ্য করে অজ্ঞাত সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে,  তাদের প্রতিহতের চেষ্টা করা হলে নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশির পর বড় চালানটির সন্ধান মিলে জানিয়ে তিনি বলেন, অস্ত্রগুলো সম্ভবত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারী অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে।

সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান অথবা নাশকতার উদ্দেশে এসব অস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র-কোনো কিছুই সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না। বিজিবি কঠোর অবস্থান না থাকলে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব হতো না।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও আইনি প্রক্রিয়া গ্রহণের পাশাপাশি জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত আছে বলেও উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।