ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ত্রিপুরার সেপাহিজালা জেলার সোনামুরা উপশহরে ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ রুপি।

সোনামুরা থানার ওসি তপস দাস জানান, সোমবার গভীর রাতে এনসি নগর সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় সীমান্ত বেড়ার কাছে ফেলে রাখা অবস্থায় ৫০টি পলিথিন প্যাকেটে মোড়ানো ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তিনি আরও জানান, ইয়াবাগুলো মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed