মণিপুরে বিশেষ অভিযানে জঙ্গি আটক, বিপুল অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরজুড়ে জঙ্গি দমনে বিশেষ অভিযান চালিয়েছে রাজ্য পুলিশ। মঙ্গলবার দিনভর পরিচালিত পৃথক দুটি অভিযানে এক জঙ্গি সদস্যকে আটক এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ইম্ফল পূর্ব জেলার লামলাই থানার অন্তর্গত নাপেট পল্লি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে ২৬ বছর বয়সী নোংমাইথেম নওচা মিতেইকে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন প্রেপাক (প্রো)-এর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। নওচা ইয়াংগাংপোকপি মাখা লেইকাই এলাকার বাসিন্দা।

অন্যদিকে, জিরিবাম জেলার রশিদপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল অস্ত্রের মজুদ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬২ মিমি এসএলআর, একটি ৫.৫৬ মিমি ইনসাস রাইফেল, দুটি পিস্তল ও ৪১ রাউন্ড গুলি। এছাড়াও ছয়টি হ্যান্ডহেল্ড ওয়াকি-টকি সেট, দুটি রাইফেলের ম্যাগাজিন, একটি গুলির ব্যাগ এবং জঙ্গলে চলাফেরার জন্য ব্যবহৃত দুই জোড়া জুতা পাওয়া গেছে।
পুলিশ জানায়, এসব অভিযান মণিপুরে জঙ্গি তৎপরতা দমন ও তাদের নেটওয়ার্ক ভাঙতে গৃহীত কঠোর পদক্ষেপেরই অংশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।