রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে জেএসএসের সশস্ত্র চাঁদাবাজ আটক

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে জেএসএসের সশস্ত্র চাঁদাবাজ আটক

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে জেএসএসের সশস্ত্র চাঁদাবাজ আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি পার্বত্য জেলার হাজাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করেছে।

অভিযানে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএসের এক সশস্ত্র চাঁদাবাজ অন্তর চাকমা (৩০) আটক হয়েছেন।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি চালানো হলে অন্তর চাকমা সেনা সদস্যদের লক্ষ্য করে চাপাতি দিয়ে আক্রমণের চেষ্টা করে। সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং সতর্কতামূলক গুলি ছুঁড়লে তা তার কনুই ছুঁয়ে যায়। এতে তিনি হালকা আহত হন।

পরবর্তীতে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি রামদা ও চাঁদা আদায়ের বিভিন্ন নথি উদ্ধার করা হয়।

সেনা সদস্যরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তর চাকমা দীর্ঘদিন ধরে রাঙামাটি এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন।

সেনাবাহিনীর কাজে বাধা প্রদান এবং সেনা সদস্যের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।