রাঙামাটির দুর্গম গ্রামে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াল সেনাবাহিনী

রাঙামাটির দুর্গম গ্রামে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াল সেনাবাহিনী

রাঙামাটির দুর্গম গ্রামে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শীত মৌসুমে মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ব্যাটালিয়নের আওতাধীন জীবতলী ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এবং মগবান ইউনিয়নের পানছড়িপাড়া এলাকায় মোট ৩৭টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার নিজে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় তিনি জানান, সেনাপ্রধানের নির্দেশনা অনুযায়ী শীতার্ত ও অসহায় জনগণের কষ্ট লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা তাদের শীতকালীন দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে আশা ব্যক্ত করেন।

১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার জনগণের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর চলমান মানবিক দায়িত্বের অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর আস্থা ও সম্প্রীতি আরও জোরদার হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *