ভারতের ত্রিপুরায় জাল আধার কার্ড চক্রের সন্ধান, পাঁচ বাংলাদেশি যুবক আটক

ভারতের ত্রিপুরায় জাল আধার কার্ড চক্রের সন্ধান, পাঁচ বাংলাদেশি যুবক আটক

ভারতের ত্রিপুরায় জাল আধার কার্ড চক্রের সন্ধান, পাঁচ বাংলাদেশি যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজলা জেলায় সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি যুবক ও এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিএসএফের ৬৯ ব্যাটালিয়ন এ অভিযান চালায়। এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও পাচারচক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বিএসএফ জানায়, আটক বাংলাদেশি যুবকরা একটি পাচারচক্রকে জনপ্রতি ৪০ হাজার রুপি দিয়েছিল। চক্রটি তাদের দুই দিনের মধ্যে আধার কার্ড সরবরাহ করে ভারতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সরবরাহ করা আধার কার্ডগুলো জাল প্রমাণিত হয়।

অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাদের আটক করে পরে জত্রাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ভবানীপুরের বাসিন্দা বিপ্পি কুমার দে (৩১), চট্টগ্রামের আব্দুল মাতিন (২৬), আব্দুল সাত্তার (১৮), নুরুল আলম (৩০), মো. হাসান (২০) ও মোহাম্মদ আরমান হোসেন (১৯)। বাংলাদেশের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কঠোর নজরদারি ও সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও কীভাবে দিনের আলোয় এমনভাবে অনায়াসে সীমান্ত অতিক্রম সম্ভব হচ্ছে। একই সঙ্গে ভারতীয় ভূখণ্ডে সক্রিয় মানবপাচারকারী চক্রগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধ প্রবেশ ও পাচারচক্রের সক্রিয়তা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।