নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
নাটোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় সেনাবাহিনী বিশেষ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু করেছে। গত কয়েকদিন ধরে নাটোর আধুনিক সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। শুধুমাত্র গতকাল সকাল থেকে এ পর্যন্ত মোট ২৫০ জন রোগী ভর্তি হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পৌরসভার সরবরাহকৃত দূষিত পানি পান করার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে সিভিল সার্জনের কার্যালয় সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে।
এরই প্রেক্ষিতে নাটোর সেনা ক্যাম্পের উদ্যোগে আজ বৃহস্পতিবার ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সেখানে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল স্থানীয় গরীব ও দুঃস্থ ভুক্তভোগী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।

এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে সিভিল সার্জনের নিকট এলাকাবাসীর জন্য ২’শ ব্যাগ আইভি ফ্লুইড ও ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। একইসঙ্গে এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পানিবাহিত রোগ প্রতিরোধে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
