বগুড়ায় সড়ক দুর্ঘটনা, সেনা টহল দলের দ্রুত সহায়তায় প্রাণে বাঁচলেন আহতরা
 
                 
নিউজ ডেস্ক
বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় আজ শুক্রবার দুপুর আনুমানিক সোয়া দুইটার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি কাভার্ড ভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দিলে ভ্যানচালকসহ এক নারী ও তার দুই সন্তান গুরুতর আহত হয়ে ভেতরে আটকে পড়েন।
দুর্ঘটনার ফলে আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা প্রাথমিকভাবে হতভম্ব হয়ে পড়েন।
এ সময় খবর পেয়ে মাঝিরা সেনানিবাস থেকে শেরপুরগামী সেনাবাহিনীর একটি টহল দল মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়।

সেনা সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে নামেন এবং আহতদের নিরাপদে বের করে আনতে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন। পরে গুরুতর আহত নারী ও তার দুই সন্তানকে সেনা সদস্যরা দ্রুত নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করেন, যাতে তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। সেনা সদস্যরা যে দক্ষতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা এলাকাবাসীর হৃদয় জয় করেছে।

অনেকে বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় সেনাবাহিনী সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে তারা শুধু সীমান্ত রক্ষা নয়, জনগণের নিরাপত্তা ও কল্যাণেও সমানভাবে নিবেদিত।
এ ব্যাপারে স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, “দুর্ঘটনার সময় সেনাবাহিনী না আসলে আহতদের হয়তো জীবিত বের করা যেত না। তাদের তৎপরতায় অনেক বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আমরা কৃতজ্ঞ।”
সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, দেশের যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা বা সংকটময় পরিস্থিতিতে তারা সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক ভূমিকা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
