মিয়ানমারের রাখাইন রাজ্যের স্কুলে জান্তা বাহিনীর বোমা হামলা, নিহত ১৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
রাখাইন (আরাকান) রাজ্যের আরাকান সেনাবাহিনী-নিয়ন্ত্রিত কিয়াউকতাও শহরের থায়াত তাবিন গ্রামে জান্তা বাহিনী একটি বেসরকারি আবাসিক স্কুলে এ বোমা হামলা চালায়।
২০২১ সালে সামরিক জান্তা ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারে দীর্ঘদিন ধরে জাতিগত সশস্ত্র সংঘর্ষ চলছে।
তবে, জান্তা সরকার এ বছরের শেষের দিকে ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।