বিইউপিতে সমাপ্ত হলো ন্যাশনাল ল ফেস্ট ২০২৫

বিইউপিতে সমাপ্ত হলো ন্যাশনাল ল ফেস্ট ২০২৫

বিইউপিতে সমাপ্ত হলো ন্যাশনাল ল ফেস্ট ২০২৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ আয়োজিত ‘ন্যাশনাল ল ফেস্ট ২০২৫ (চ্যাপ্টার- II)’ এর সমাপনী অনুষ্ঠান রবিবার স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী ও ৫০ জন বিশিষ্ট বিচারক অংশ নেন। শিক্ষার্থীরা বিতর্ক, অ্যাডভোকেসি প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা সহ ২৪টিরও বেশি সেশনে অংশগ্রহণ করেন।

বিইউপিতে সমাপ্ত হলো ন্যাশনাল ল ফেস্ট ২০২৫

এর মাধ্যমে আইনচর্চা, নীতিনির্ধারণ, পাবলিক স্পিকিং এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। তিনি তরুণদের মেধা বিকাশ ও ব্যবহারিক আইনজ্ঞান বৃদ্ধির মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা জোরদারে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

বিইউপিতে সমাপ্ত হলো ন্যাশনাল ল ফেস্ট ২০২৫

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি তাঁর বক্তব্যে ভবিষ্যৎ আইনজীবীদের জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে এ ধরনের প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।