সেনাবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স প্রধানের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। রবিবার সেনাসদরে অনুষ্ঠিত এ বৈঠকে তাঁর নেতৃত্বে মালদ্বীপের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিরক্ষা খাতে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মেজর জেনারেল হিলমি দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শান্তিরক্ষা কার্যক্রমে অবদান এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।