বগুড়ায় যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
বগুড়া সদরের হাড্ডিপট্টি এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাদিফ।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১৬৬ বোতল কেরু, ৩০ বোতল দেশীয় তৈরি মদ, ৪৫ কেজি গাঁজা, নয়টি ওজন মাপার যন্ত্র এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উদ্ধারকৃত মালামাল ও আটককৃত দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।