চট্টগ্রামে ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩” পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম ট্রেসি অ্যান জ্যাকবসন।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে এ মহড়ার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি SMEE (Subject Matter Expertise Exchange) কার্যক্রমের মধ্যে Search & Rescue Maritime and Flood Operation এবং Crew Resource Management নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলমান এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে পরিবহন বিমান অংশ নিচ্ছে। মহড়ায় অংশ নিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য।
এ মহড়া আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।