কেএনএফের জন্য পোশাক তৈরির অভিযোগে গ্রেপ্তার ইউপিডিএফ নেতা ৮ দিনের রিমান্ডে

কেএনএফের জন্য পোশাক তৈরির অভিযোগে গ্রেপ্তার ইউপিডিএফ নেতা ৮ দিনের রিমান্ডে

কেএনএফের জন্য পোশাক তৈরির অভিযোগে গ্রেপ্তার ইউপিডিএফ নেতা ৮ দিনের রিমান্ডে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য পোশাক (ইউনিফর্ম) তৈরিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রশাসন বিভাগের পরিচালক সুইপ্রু মারমা ওরফে চিনু মারমা।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পাহাড়তলী থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে।

গত বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সুইপ্রু মারমাকে গ্রেপ্তার করে এবং পরে পাহাড়তলী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, কেএনএফের ফান্ডের উৎস শনাক্ত, পলাতক আসামিদের খোঁজ এবং মামলার রহস্য উদ্ঘাটনে সুইপ্রুকে জিজ্ঞাসাবাদ জরুরি।

পুলিশ জানায়, গত ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করা হয়। এর আগে ২৬ মে নগরের অক্সিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে ১১ হাজার ৭৮৫টি এবং ১৭ মে বায়েজিদ এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০টি পোশাক উদ্ধার করা হয়। এ পোশাকগুলো কেএনএফের জন্য দুই কোটি টাকার চুক্তিতে প্রস্তুত করা হচ্ছিল বলে পুলিশের এজাহারে উল্লেখ রয়েছে।

ইতিমধ্যে এ ঘটনায় পোশাক প্রস্তুত ও সরবরাহে জড়িত অভিযোগে রিংভো অ্যাপারেলসের মালিক সাহেদুল ইসলাম, ফরমাশদাতা গোলাম আজম ও নিয়াজ হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, কেএনএফ কয়েক বছর আগে ফেসবুক পেজের মাধ্যমে আত্মপ্রকাশ করে। সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে ওঠে এবং এর সদস্যরা বান্দরবানে ব্যাংক ডাকাতিসহ নানা সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।