দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বান্দরবানের ১১টি মণ্ডপে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বান্দরবানের ১১টি মণ্ডপে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বান্দরবানের ১১টি মণ্ডপে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রাকৃতিক সৌন্দর্য, জনবৈচিত্র্য ও সংস্কৃতির বৈচিত্র্যে সমৃদ্ধ বান্দরবান জেলা শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায়। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত জেলায় অনুষ্ঠিত হবে সর্বজনীন শারদীয় দুর্গাপূজা–২০২৫।

উৎসবটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সম্প্রতি বান্দরবান রিজিয়নের সদর দপ্তরের কনফারেন্স রুমে পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রিজিয়ন কমান্ডার পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বান্দরবান জেলায় ১১টি পূজা মণ্ডপে মোট এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এবিষয়ে বান্দরবান রিজিয়নের ক্যাপ্টেন ইস্তিয়াক মোহাম্মদ ইরফান আলী বলেন, “সেনাবাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করবে যাতে দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়। ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী সবার পাশে আছে। পাহাড়ের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।”

তিনি আরও আশ্বাস দেন, বান্দরবান রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে সেনাবাহিনী সর্বদা সতর্ক ও সচেষ্ট থাকবে।

উল্লেখ্য, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর ভূমিকা দীর্ঘদিন ধরেই প্রশংসিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।