খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে হামলার পরিকল্পনায় জড়িত তিন উপজাতি যুবক আটক

খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে হামলার পরিকল্পনায় জড়িত তিন উপজাতি যুবক আটক

খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে হামলার পরিকল্পনায় জড়িত তিন উপজাতি যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন উপজাতি যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শনিবার রাতে মন্দির সংলগ্ন পেছনের সড়ক থেকে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দক্ষিণ মাথা রুখই চৌধুরীপাড়া দিক দিয়ে দেয়াল টপকে মন্দিরে প্রবেশের চেষ্টা করলে হাতেনাতে তাদের ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, দা, লাঠি, খুর, লোহার পাইপ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা নিজেরাই মন্দির ভাঙচুরের পরিকল্পনা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।

এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সেনাবাহিনী ও বাঙালি জনগোষ্ঠীর বিরুদ্ধে উসকানি ছড়ানোর ষড়যন্ত্রেও তারা লিপ্ত ছিল বলে জানা গেছে।

এর আগে, খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয় ভোর পাঁচটায়। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

এছাড়া, আলুটিলায় লাশবাহী এ্যাম্বুলেন্স ভাংচুর, জেলা সদরে টমটম চালকে লক্ষ্য করে গুলি, মসজিদে হামলাসহ স্থানীয় বাঙ্গালিদের উপর হামলা চালায় ইউপিডিএফ সন্ত্রাসীরা।

পরে বেলা দুইটায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এবং বিকেল ৩টায় গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সন্ধ্যার দিকে পরিস্থিতির আরও অবনতি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ইউপিডিএফ সমর্থিত সন্ত্রাসীরা এদিন বেশকিছু বাঙ্গালীদের দোকান-পাটে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।