পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা জোরদারের দাবি জমিয়তের

পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা জোরদারের দাবি জমিয়তের

পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা জোরদারের দাবি জমিয়তের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে বলে মনে করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডও বিচ্ছিন্নতাবাদীদের হাতে ছেড়ে দেয়া যাবে না। রাষ্ট্রের স্বার্থে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও দেশের অখণ্ডতা রক্ষায় সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে সেনা সদস্যদের উপস্থিতি বাড়ানোসহ নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থার সমন্বিত পদক্ষেপ জরুরি।

পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করার, সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করার, ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা থেকে আগত অবৈধ অনুপ্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রেখে তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা।

তারা আরও বলেন, জমিয়ত মনে করে, দেশের অখণ্ডতা রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়; বরং এটি জাতীয় কর্তব্য। অতএব, এ বিষয়ে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।